কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার জিবি হাসপাতালে যে রক্তদান শিবির আয়োজন করেন আজ তার ৫০ তম সপ্তাহ । সে উপলক্ষে আজ জিবি হাসপাতালে প্রায় ১০০ জনের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ জি এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক,পুরনিগম এর মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রনব সরকার,পুরনিগম এর ৩নং ওয়াডের কাউন্সিলার,জি বি পি হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসকরা।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রি প্রতিমা ভৌমিক বলেন রক্তদানের যে উৎসব ৫০ তম সপ্তাহে এসে পৌঁছেছি কোভিদের সময় বিভিন্ন ধরনের সমস্যা ছিল তখন রাজ্যের চারটি হাসপাতালে প্রত্যেক শনিবারে বিশ জন করে রক্ত নেওয়ার ব্যবস্থা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এক মাসের পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু কার্যকর্তা এবং বিভিন্ন জনগণ সেটাকে চালু রাখার জন্য আবেদন করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে। তখন তিনি চিন্তা করলেন যে রাজ্যের চারটি হাসপাতালে না করে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতালে রক্তের যোগানের দরকার তাই প্রত্যেক মঙ্গলবার সাপ্তাহিক ১০ জন করে রক্তদানের ব্যবস্থা করেন আজকে ৫০ তম সপ্তাহে পরিনত হয়েছে তাই এই কাজের সাথে যারা যারা জড়িত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।