Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল - জেপি নাড্ডা

ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল – জেপি নাড্ডা

দুদিনের রাজ্য সফরে এসে সোমবার বিজেপি সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিনের সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডার স্পষ্ট বক্তব্য ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যকে উন্নয়নের চূড়ায় পৌঁছাবে, এবং তিনি আরও বলেন জনজাতী অংশের মানুষের উন্নয়নের জন্য ভারত সরকার বিশ্ব ব্যাংক থেকে ১৩শ কোটি টাকা ঋণ নিয়েছে যা দিয়ে শুধুমাত্র উপজাতি এলাকা গুলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও উপজাতী অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা হবে। তাছাড়া ত্রিপুরার চা শ্রমিকদের উন্নয়নে গুচ্ছ প্রকল্পের কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা , শুধুমাত্র চাষ শ্রমিকদের উন্নয়নে ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান। পাশাপাশি ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস’ থেকে শুরু করে উগ্রবাদী সমস্যা, নারী নির্যাতন, খুন, সন্ত্রাস , ধর্ষণের মতো ঘটনা অনেকটাই নিচে নেমে এসেছে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাছাড়া ২০২৩ বিধানসভা নির্বাচন নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি দলীয় কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য