দুদিনের রাজ্য সফরে আসেন ভারতীয় জনতা পার্টীর রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যে আসার দ্বিতীয় দিন তথা সোমবারে ৫১ পিঠের এক পিঠ মাতাবাড়িতে পুজা দিতে আসেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ও তার সহধর্মিনী। ভারতীয় জনতার পার্টির রাষ্ট্রিয় সভাপতিকে মাতাবাড়িতে স্বাগতম জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।এদিন রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাসহ তার সহধর্মিনী প্রথমে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিয়ে মায়ের আশীর্বাদ নেন এবং পরে মায়ের মন্দিরে থাকা শিব মন্দিরেও পূজা দেন। এদিন বিজেপি রাষ্ট্রিয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সাথে মাতাবাড়িতে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্য প্রভারী বিনোদ সোনকর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেবসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্যা কার্যকতারা। মাতাবাড়িতে পূজো দেওয়ার পর, খুমলুঙে জনসভায় যোগ উদ্দেশ্যে উদয়পুর থেকে খুমলুঙের উদ্দেশ্যে চলে যান।