Thursday, February 6, 2025
বাড়িখবরখেলামধুর বদলা নিয়ে ভারতবাসীর মুখে হাসি ফুটালো ভারতীয় দল, পাকিস্তান’কে ৫ উইকেটে...

মধুর বদলা নিয়ে ভারতবাসীর মুখে হাসি ফুটালো ভারতীয় দল, পাকিস্তান’কে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের অভিযান শুরু ভারতের

পাকিস্তান’কে ৫ উইকেটে পরাস্ত করে এশিয়া কাপের যাত্রা শুরু করলো ভারত। রবিবার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের বোলিং বিভাগের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান পরিশেষে কিছুট লড়াই করে ১৪৭ রান তুলে অল আউট হয়ে যায়। পাকিস্তানের তরফে সর্বোচ্চ রান করেন উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ান, তিনি দায়িত্বশীল ইনিংস খেলে দলের জন্য মুল্যবান ৪৩ রান করেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি নেন ৪ টি উইকেট, এছাড়া হার্দিক পান্ডিয়া নিয়েছেন ৩ টি উইকেট, ২ টি অর্শদীপ এবং ১ টি আভেশ খান। ১৪৮ রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত, কে এল রাহুলের উইকেট তুলে নেন নাসিম শাহ। প্রাথমিক ধাক্কা খেয়ে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে পরিস্থিতি সামাল দেয়। অধিনায়ক এবং বিরাট কোহলী আউট হওয়ার পর জাদেজা এবং সূর্য কুমার মিলে হাল ধরেন দলের। তাদের দুজনের উপর জুঁটিতে তিরিশের উপর রান জোড়ে। কিন্তু এরপর আউট হয়ে যায় সূর্য কুমার। পরবর্তী সময়ে হার্দিক এসে,জাদেজার সাথে জুঁটি বেধে প্রবল চাপের মধ্যেও ম‍্যাচে জয় এনে দেয় ভারতকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য