খোয়াই থানাধীন দুর্গানগর এলাকা থেকে মারুতি চুরি করার দায়ে খোয়াই থানার পুলিশ 4 ব্যক্তিকে আটক করে। ঘটনাটি ছিল 23 আগস্ট মঙ্গলবার রাতে খোয়াই দুর্গানগর স্থিত উত্তম ঘোষ এর মারুটি ইকো গাড়ি TR 065009 ওই দিন গভীর রাতে বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায় এরপর খোয়াই থানায় একটি মামলা করা হয়। সেই মামলা অনুযায়ী পুলিশ সন্দেহমূলকভাবে এলাকার বাসিন্দা রতন সাহা কে জিজ্ঞাসাবাদের জন্য খোয়াই থানায় নিয়ে আসা হয় টানা জিজ্ঞাসাবাদের পর রতন সাহা গাড়ি চুরির দায় স্বীকার করে। পুলিশের জেরায় রতন সাহা স্বীকারোক্তি দেয় 16 ই আগস্ট উত্তম ঘোষের মারুটি ইকো গাড়ি টিকে নিয়ে আগরতলায় যায় এবং বটতলায় একটি রেস্তোরাঁয় গাড়ির চালককে বসিয়ে একটু কাজ আছে বলে গাড়ির চালক থেকে গাড়ির চাবি টি নিয়ে যায় রতন সাহা। এবং সেই গাড়ির চাবি টি কে দিয়ে একটি ডুবলিকেট চাবি বানিয়ে নিয়ে আসে রতন সাহা। এরপর 20শে আগস্ট পুনরায় রতন সাহা ওই গাড়িটিকে নিয়ে আগরতলা যায় গিয়ে আবার রেস্তোরাঁয় গাড়ির চালককে বসিয়ে আসে কিছু কাজ আছে বলে। এরপর রতন সাহা ডুবলিকেট চাবি দিয়ে গাড়িটিকে খোলা যায় কিনা এবং গাড়িটি স্টার্ট হয় কিনা সেই পরীক্ষা করে নেয় এতে রতন সাহা সফলতা পায় পুনরায় খোয়াই ফিরে আসে। এই কাণ্ডের পর তেইশে আগস্ট গভীর রাতে রতন সাহা তার ডুব্লিকেট চাবি দিয়ে উত্তম ঘোষ এর বাড়ির সামনে থেকে ইকো গাড়িটিকে চুরি করে মেলাঘরের উদ্দেশ্যে রওনা দেয় বলে পুলিশকে জানায় এই ঘটনার সাথে আরও তিনজন জড়িত রয়েছে বলে রতন সাহা পুলিশকে জানায়। পুলিশ ও বাকি তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়েছিল এই টিমটি গাড়ি চুরি কান্ডে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয় আগামীকাল সোমবার তাদেরকে আদালতে তোলা হবে বলে পুলিশ সুপার জানান।