শনিবার আগরতলার বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রীতি ছাত্র ও প্রাক্তন শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান করা হয় বোধকং কুল এলামনির পক্ষ থেকে। প্রত্যেক বছরই এই কৃতি সংবর্ধনা প্রদান করা হয় এইবার সাতজন প্রাক্তন শিক্ষক ও ২৫ জন ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্রদেরকে উৎসাহিত করা পাশাপাশি তার আগামী দিনে পড়াশোনার দিক দিয়ে এগিয়ে যাওয়া স্কুলের ও রাজ্যের সুনাম অর্জন করার জন্য এই কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া বোধজংস্কুল এলামনির পক্ষ থেকে সামাজিক কাজের অঙ্গ হিসাবে বিভিন্ন আশ্রমের শীতপত্র প্রদান আর্থিকভাবে সাহায্য করা, স্বাস্থ্য শিবির করা ও রক্তদান শিবিরের মত মহৎ কাজ করে যাচ্ছেন বোধজং স্কুল এলামন