মিজোরাম থেকে রাজ্যে আগত ব্লু ( রিয়াং ) শরনার্থী পরিবারদের স্থায়ী পুণর্বাসনের প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত সম্পন্ন করতে হবে । এখন পর্যন্ত যেসব পরিবারের এলাকাভিত্তিক পুণর্বাসনের জন্য নামের তালিকা পাওয়া যায়নি তাদের তালিকা আগামী ৩১ আগস্ট , ২০২২ এর মধ্যে অবশ্যই দেওয়ার জন্য ব্লু শরনার্থী নেতৃবৃন্দকে আরও বেশী উদ্যোগী হতে হবে । আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে রাজ্যে ব্লু ( রিয়াং ) শরনার্থীর পুণর্বাসন প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ( ডা . ) মানিক সাহা । তিনি বলেন , ভারত সরকার এবং ত্রিপুরা সরকার , মিজোরাম সরকার ও ব্লু শরনার্থী সংগঠনের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের ভিত্তিতে দীর্ঘ বছর পর ব্লু ( রিয়াং ) শরনার্থরা স্থায়ীভাবে ত্রিপুরায় পুণর্বাসনের সুযোগ পেয়েছেন । তাই এই পুণর্বাসন প্রক্রিয়াটি দ্রুততার সাথে শেষ করা প্রয়োজন । এই ক্ষেত্রে তিনি ব্লু শরনার্থী নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতা আহ্বান করেন । মুখ্যমন্ত্রী বলেন , পুণর্বাসন প্রক্রিয়ায় ছোট ছোট সমস্যা থাকতে পারে তবে এইগুলি সময়ের সাথে সাথে সমাধান করা হবে । কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে আগামী ৩১ আগস্ট , ২০২২ এর মধ্যে স্বচ্ছতার সাথে ব্লু পুণর্বাসন প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন । সভায় রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল রাজ্যে ব্লু ( রিয়াং ) পুণর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । তিনি বলেন , রাজ্যে মিজোরাম থেকে আগত ব্রু ( রিয়াং ) শরনার্থীদের স্থায়ী পুণর্বাসনের কাজ এগিয়ে চলছে । ৬,৯৫৯ টি পরিবারের ৩৭ , ১৩৬ জনকে পুণর্বাসনের লক্ষ্যে ১৩ টি স্থান চিহ্নিত করা হয়েছে । এখন পর্যন্ত ৩,৫২৬ টি পরিবারকে মোট ৮ টি জায়গায় পুণর্বাসন দেওয়া হয়েছে । পাশাপাশি অতিরিক্ত ১০৫১ টি পরিবারের তালিকাও পুণর্বাসনের জন্য ব্লু নেতৃবৃন্দের কাছ থেকে পাওয়া গিয়েছে । প্রধান সচিব বলেন , এখন পর্যন্ত ২,৩৮২ টি পরিবারের এলাকাভিত্তিক পুণর্বাসনের জন্য নামের তালিকা ব্লু শরনার্থী নেতৃত্বদের কাছ থেকে পাওয়া যায়নি । তিনি আরও জানান , আগামী ৩১ আগস্টের মধ্যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে চিহ্নিত এলাকা ভিত্তিক পুণর্বাসনের জন্য ব্লু ( রিয়াং ) পরিবারের নামের তালিকা পাঠিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে । পর্যালোচনা সভায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা , জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া , মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং , বিধায়ক প্রমোদ রিয়াং , এমডিসি ভুমিকানন্দ রিয়াং , মুখ্যসচিব জে কে সিনহা , বন দপ্তরের প্রধান মুখ্য বনসংরক্ষক কে এস শেঠি , ধলাই , উত্তর এবং দক্ষিণ ত্রিপুরার জেলাশাসকগণ , রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য সহ ব্লু সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নিয়েছেন ।