আমরা বাঙালী ১৯৯২ সালের ২ রা জুন তারিখে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক একটি রেজিস্টারর্ড রাজনৈতিক দল। ১৯৮৩ সালে রত্নাপ্রভা দাশ আমরা বাঙালী প্রার্থী হিসাবে প্রথম নির্বাচনে জয়লাভ করে ত্রিপুরার বিধানসভায় প্রবেশ করে । ১৯৮৪ সালের পঞ্চায়েত নির্বাচনে শতাধিক মেম্বারসহ অনেকগুলি পঞ্চায়েত আমরা বাঙালী দলের দখলে আসে । সেই থেকে এখন পর্যন্ত রাজ্যবাসীর সার্বিক স্বার্থে আমরা বাঙালী দল আন্দোলন করে যাচ্ছে । আমরা বাঞ্জলীর এই আন্দোলনকে ধ্বংস করে দেবার জন্যে পূর্বর্তন বামফ্রন্ট সরকার দলীয় ক্যাডার ও প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমরা বাঙালীর অনেক কর্মীকে প্রাণে মেরে ফেলে । অনেক কর্মীকে জেলে পুরে দেয় । বর্তমানেও সংঘটনকে বেসে করে দেবার জন্যে প্রতিপক্ষ নানা চক্রান্ত করে চলেছে । এই চক্রান্তে পা না দেবার জন্যে দলের সমস্ত কর্মী সমর্থকদের সতর্ক করা হচ্ছে। আমরা বাঙালী দলের সংবিধান কনভেনশান ও গত ২ রা আগষ্ট ২০২২ ইং রাজ্য কমিটির বর্ধিত বিশেষ সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ও ৫ ই সেপ্টেম্বর রাজ্য কার্যালয় শিবনগরে রাজ্য সম্মেলনে ও দলের সক্রিয় সদস্যদের ভোটের মাধ্যমে নতুন কমিটি ঘটন পুনর্যটন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল।



