ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে নির্বাচিত হলেন রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার দলের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বলা বাহুল্য ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর স্বাভাবিক ভাবেই নতুন সভাপতি নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় দলের কাছে। কারণ মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতির মতো দুটি গুরুত্বপূর্ণ পদ চালানো খুবই কঠিন। এই অবস্থায় প্রদেশ বিজেপির নতুন সভাপতি নির্বাচন নিয়ে অনেক নেতৃত্বের নামই সামনে এসেছিল। কিন্তু অবশেষে রাজীব ভট্টাচার্যের নামে সিলমোহর দিলেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় রাজীব ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী সভাপতি ডাঃ মানিক সাহাসহ অন্যান্য পদাধিকারী নেতৃত্বরা।