Saturday, January 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিধায়ক কথা রাখলেন না। খামারটিলা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামছেন গ্রামবাসীরা

বিধায়ক কথা রাখলেন না। খামারটিলা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামছেন গ্রামবাসীরা

খোয়াই ব্লকের লক্ষীনারায়নপুর গ্রামের খামারটিলার ইট সোলিং রাস্তা নতুন সরকারের আমলেও সংস্কার হলো না। এর ফলে গ্রামের কয়েক হাজার মানুষ প্রচন্ড ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বিধায়ক এর উপর। এই এলাকাটি রামচন্দ্র ঘাট বিধানসভার অন্তর্গত। এলাকার বিধায়ক প্রশান্ত দেববর্মা 2018 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গ্রামের মানুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার ক্ষমতায় আসার পর তিনি সর্বপ্রথম এই খামারটিলার ইট সোলিং ভগ্ন রাস্তাটি সংস্কার করে দেবেন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর কেটে গেল সাড়ে চার বছর। বিধায়কের প্রতিশ্রুতি পালন তো দূরের কথা, গ্রামের মানুষ অভিযোগ তুললেন নির্বাচনে জয়ী হয়ে তিনি আর এই গ্রামে পা রাখেননি। বর্তমানে এই খামার টিলার ভগ্ন রাস্তার কারণে গ্রামের সরকারি ঘর প্রাপকেরা ঘর তৈরীর ইট বালু সিমেন্ট গাড়িতে করে নিজ বাড়িতে আনতে পারছেন না। ভগ্ন রাস্তার কারণে গাড়িগুলো দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়াও ভগ্ন ইট সলিং রাস্তার কারণে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-শিক্ষক সকলেই এই রাস্তা ধরে যাতায়াত করতে গিয়ে ঘনঘন দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয় মানুষ অভিযোগ করলেন এই রাস্তাটি 30 বছরেরও বেশি পুরনো। বিগত সরকারের আমলেও এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি। স্থানীয় পঞ্চায়েত থেকে অল্প স্বল্প ভগ্ন রাস্তা সংস্কার করা হচ্ছে। স্থানীয় বিধায়ক এর নিকট থেকে কোন সাড়া না পেয়ে গ্রামের মানুষজন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরীর কাছে ছুটে যাচ্ছেন ভগ্ন রাস্তা সারাই এর জন্য। গ্রামের মানুষজন তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানিয়েছেন অবিলম্বে রাস্তা সংস্কার না হলে তারা খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধে বসবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য