খোয়াই থানাধীন জাম্বুরা গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে মারধর, বাড়িঘরে হামলায় আহত বেশকয়েক জন, ভাঙচুর,ও লুটপাট সংঘটিত হওয়া নিয়ে খোয়াই থানায় দুটি মামলা বেশ কয়েকজন নথিভূক্ত হয়। হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন দুই পরিবারের আটজন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত নয়টা থেকে টানা বেশ কয়েক ঘন্টা। সংবাদে জানা যায় খোয়াই জামবুরা জাম্বুরাগ্রামের দুই প্রতিবেশী মনোরঞ্জন দেবনাথ এবং বিনোদ শর্মার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল বহুদিন ধরে। গ্রামের একটি ক্লাব সমস্যা সমাধানের জন্য উভয়কেই মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবে ডাকেন। স্থানীয় ক্লাব সমস্যা সমাধান করতে না পারার পর মনোরঞ্জন দেবনাথের দুই ছেলে ক্লাব ঘরের মধ্যেই নাকি বিনোদ শর্মার লোকজনদের ওপর মারধর শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিনোদ শর্মার দলবল মনোরঞ্জন দেবনাথের বাড়িতে হামলা চালায়। এই হামলায় মনোরঞ্জন দেবনাথ সহ তার ছেলে নিমু দেবনাথ এবং তার মা অঞ্জলি দেবনাথ এবং তার এক পিসি মালতি দেবনাথ আহত হন। বিনোদ শর্মার দলবল মনোরঞ্জন দেবনাথের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যাবার সময় একটি বাইক ও ভাঙচুর করে পালিয়ে যায় বলে অভিযোগ। এমনকি বিনোদ শর্মার বাহিনী আহত মালতি দেবনাথের বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় বলেও অভিযোগ। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের তৎপরতায় পুলিশ ঘটনার সঠিক তদন্তের নামে।