Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো সদর শহর জেলা সংযুক্ত ওবিসি মন্ডল আয়োজিত ওবিসি মোর্চার কার্যকারিনী...

অনুষ্ঠিত হলো সদর শহর জেলা সংযুক্ত ওবিসি মন্ডল আয়োজিত ওবিসি মোর্চার কার্যকারিনী বৈঠক

বুধবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সদর ( শহর ) জেলা সংযুক্ত ওবিসি মন্ডল আয়োজিত ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা কার্যকারিনী বৈঠক। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত অংশের জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষাই আমাদের অন্যতম প্রাধান্য l আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্তরিক দুরদৃষ্টির ফলশ্রুতিতে, অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের (ওবিসি) সর্বাঙ্গীন বিকাশের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের গুচ্ছ পদক্ষেপ সফল ভাবে রূপায়িত হচ্ছে l ওবিসি সার্টিফিকেট প্রদান সহ সমস্ত সুবিধা বন্টনে সরলিকরণের ফলে অধিকার পৌঁছে দিতে গতি সঞ্চারিত হয়েছে l ওবিসি অংশের নাগরিকদের কল্যাণে ও অধিকার সম্পর্কে জাগ্রতকরণে ওবিসি মোর্চার ভূমিকাও সাধুবাদযোগ্য l এই দিনের বৈঠকে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য