বুধবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সদর ( শহর ) জেলা সংযুক্ত ওবিসি মন্ডল আয়োজিত ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা কার্যকারিনী বৈঠক। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত অংশের জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষাই আমাদের অন্যতম প্রাধান্য l আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আন্তরিক দুরদৃষ্টির ফলশ্রুতিতে, অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের (ওবিসি) সর্বাঙ্গীন বিকাশের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের গুচ্ছ পদক্ষেপ সফল ভাবে রূপায়িত হচ্ছে l ওবিসি সার্টিফিকেট প্রদান সহ সমস্ত সুবিধা বন্টনে সরলিকরণের ফলে অধিকার পৌঁছে দিতে গতি সঞ্চারিত হয়েছে l ওবিসি অংশের নাগরিকদের কল্যাণে ও অধিকার সম্পর্কে জাগ্রতকরণে ওবিসি মোর্চার ভূমিকাও সাধুবাদযোগ্য l এই দিনের বৈঠকে কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।