অটল জলধারার প্রকল্পকে নিয়ে যখন প্রজেক্ট বানিয়ে প্রত্যেকের ঘরে পানীয় জল পৌঁছে দেবার কথা ভাবছে সরকার তেমনি সময়ে দেখা যাচ্ছে খোয়াই আর ডি ব্লকেরক অন্তর্গত দক্ষিণ সিঙ্গাড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে পানীয় জলের তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে দীর্ঘদিন যাবত। এই এলাকাটি টিলাভূমি হওয়ায়তে কোন ধরনের ডিপ টিউবওয়েল বসালেও জল পাওয়া যায় না তাই পাইপলাইনের মাধ্যমে জলের পরিষেবাই একমাত্র ভরসা। এই এলাকায় দীর্ঘদিন যাবত জলের সমস্যা পরিলক্ষিত হচ্ছে। মূলত শিঙি ছাড়া বেলতলীতে একটি ওয়াটার সাপ্লাইয়ের কেন্দ্র রয়েছে যেখান থেকে চার-পাঁচটি এলাকায় পানীয় জলের পরিষেবা দেওয়া হয়। সেই পানীয় জল প্রদান করার কেন্দ্রটির দায়িত্বে রয়েছেন একজন পাম্প অপারেটর উনার বদান্যতায় উনার মরজি মাফিক সাপ্তাহে কিংবা ১৫ দিনে একদিন পানীয় জলের পরিষেবা দিয়ে থাকেন। এ বিষয়ে ক্ষুব্ধ এলাকার জনসাধারণ এখন দাবি করছেন উক্ত পাম্প অপারেটর কে সড়িয়ে যাতে ভালো একজন পাম্প অপারেটর দেওয়া হয় যাতে ওই এলাকার জনসাধারণের সমস্যার সমাধান হয় এ বিষয়টি অতি দ্রুত সমাধানের জন্য ওই এলাকার জনগণ রাজ্যের পানীয় জল দপ্তরের মন্ত্রীর দৃষ্টি গুচরে নেওয়ার জন্য দাবি উঠেছে যাতে করে অতিসত্বর এলাকার পানীয় জলের সমস্যার সমাধান করেন।



