Friday, January 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর

সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর

ছড়ার উপর সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুললো এলাকাবাসীরা। নিম্নমানের কাজ হচ্ছে জেনেও দপ্তর অনেকটাই উদাসীন। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনস্থ কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের অধীন বাহাদুর সর্দার পাড়ায়। খবরে জানা যায়, তেলিয়ামুড়া পূর্ত দপ্তর থেকে মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের অধীনস্থ কাঁকড়া ছড়া এ.ডি.সি ভিলেজের অধীন বাহাদুর সর্দার পাড়ায় প্রায় ১৪ লক্ষ টাকা ব্যায় করে ছড়ার উপর পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ওই এলাকার এলাকাবাসীদের অভিযোগ, ওই পাকা সেতুটি নির্মাণ করতে যে নির্মাণ সামগ্রী ব্যাবহার করা হচ্ছে তা অতি নিম্নমানের। তাছাড়া রড ব্যাবহার না করেই ঢালাই দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে ব্রিজ’টি নির্মাণের কাজের দায়িত্বে থাকা লোকজনদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের তরফে একাধিকবার নিম্নমানের কাজের অভিযোগ করতে গিয়েও কাজের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের কাছ থেকে সঠিক কোন সদুত্তর পায়নি এলাকার লোকজন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন ওই এলাকার এলাকাবাসীরা। এখন দেখার বিষয় দপ্তর পূর্ত ঠিকেদারের বিরুদ্ধে কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য