Thursday, January 22, 2026
বাড়িখবরখেলারাজ্যের খেলোয়াড়রা ও কোন অংশে কম নয় - মুখ্যমন্ত্রী

রাজ্যের খেলোয়াড়রা ও কোন অংশে কম নয় – মুখ্যমন্ত্রী

সোমবার মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে ‘সদর সিনিয়র ক্লাব টি-২০ ক্রিকেট লীগ ২০২১-২০২২’ এর ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচয় বিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন খেলাধুলা ছাড়া কোন মানুষই থাকতে পারে না, আর ক্রিকেট খেলা হলো সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ খেলা এবং এই খেলার দিক দিয়ে আমাদের রাজ্য কোন অংশে কম নেই সেটা হোক ছেলেদের ক্ষেত্রে আর হোক মেয়েদের ক্ষেত্রে, তাছাড়া এই খেলাধুলার মানকে আরো কিভাবে উন্নততর করা যায় সেদিকে লক্ষ্য রেখে বিগত দিনে যারা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের দায়িত্বে ছিলেন তারা চেষ্টা চালিয়ে গিয়েছেন, আর এখন যারা দায়িত্বে আছেন এনারাও চেষ্টা চালাচ্ছেন। কোন কিছু ভালো কাজ সম্পন্ন করতে গেলে সমস্যা তো দেখা দেবেই তা নিয়ে বসে থাকলে চলবে না এই সমস্যার সমাধান নিয়ে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের খেলোয়াড়রা যেন ভালোভাবে খেলতে পারে এবং নিজেদের গুণগত মান আরো যেন উন্নততর করতে পারে সেদিকে লক্ষ্য রেখে রাজ্যে যে সকল মাঠগুলো রয়েছে সেগুলোকে নতুনভাবে সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের ফাইনাল ম্যাচ কে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য