Friday, October 18, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদম্যালেরিয়া রোগের দাপাদাপিতে এলাকা বাসীরা অতিষ্ঠ। ঘটনা মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তরের অধীন তুই...

ম্যালেরিয়া রোগের দাপাদাপিতে এলাকা বাসীরা অতিষ্ঠ। ঘটনা মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তরের অধীন তুই করমা এডিসি ভিলেজ তীর্থ মনি রিয়াং পাড়াতে


ভাদ্র মাসের কাঠফাটা প্রখর রোদ্রে,গরমের দাপাদাপি অন্যদিকে প্রত্যন্ত এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। এলাকায় নেই স্বাস্থ্য শিবির। ম্যালেরিয়া রোগের দাপাদাপিতে এলাকা বাসীরা অতিষ্ঠ। ঘটনা মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তরের অধীন তুই করমা এডিসি ভিলেজ তীর্থ মনি রিয়াং পাড়াতে। জানা গেছে, তীর্থ মনি রিয়াং পাড়ার বাসিন্দা খাঁক চান রিয়াং এর সাত বছরের শিশুকন্যা সমিরুং রিয়াং ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। পরে আশা কর্মীরা সমীরুং রিয়াং এর রক্তের নমুনা পরীক্ষা করে প্রথমে মুঙ্গিয়াকামি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু ম্যালেরিয়া রোগের অবস্থা বেগতিক বুঝে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গত বুধবার রাতে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে স্থানান্তর করে দেয়। এদিকে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালের চিকিৎসক ম্যালেরিয়া রোগে আক্রান্ত সুমিরুং রিয়াং এর স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করে। মহকুমার হাসপাতাল সূত্রে জানা গেছে ম্যালেরিয়া রোগে আক্রান্ত সমীরুং রিয়াং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে সমিরুং এর পরিবারের লোকজনরা জানায়, তীর্থ মনি রিয়াং পাড়া এলাকায় প্রতিটি ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু এমন জ্বরের প্রাদুর্ভাত দেখা দিলেও স্থানীয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এলাকায় কোন স্বাস্থ্য শিবির এখন পর্যন্ত হয়নি বলে অভিযোগ। এমনিতেই এমন মরসুমে তীর্থ মনি রিয়াং পাড়া,বিলাইহাম রিয়াং পাড়া সহ বিভিন্ন এলাকাগুলোতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়ে থাকে। মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তরেও কোন কোন সময় স্বাস্থ্য শিবির করে ওই এলাকাগুলিতে। কিন্তু বর্তমানে ঐ এলাকা গুলিতে স্বাস্থ্য শিবির একপ্রকার বন্ধ বললেই চলে। এখন দেখার বিষয়, মুঙ্গিয়াকামি স্বাস্থ্য দপ্তর কবে নাগাদ ওই এলাকা গুলিতে স্বাস্থ্য শিবির করে থাকে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য