Wednesday, February 5, 2025
বাড়িখবরখেলাশুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক ওয়েট ও পাওয়ার লিফ্টিং প্রতিযোগিতা

শুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক ওয়েট ও পাওয়ার লিফ্টিং প্রতিযোগিতা

বৃহস্পতিবার শুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক ওয়েট ও পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা ।দুই দিনের এই প্রতিযোগিতায় প্রায় 140 জন প্রতিযোগী অংশ নিয়েছেন । জানা যায় কেরালায় অনুষ্ঠিত হবে এবছর ওয়েট লিফটিং ও পাওয়ার লিফটিং প্রতিযোগিতার জাতীয় আসর।এর আগে সেপ্টেম্বরে হবে রাজ্যভিত্তিক আসর ।তাই এখন চলছে জেলা ভিত্তিক প্রতিযোগিতা ।সেখান থেকেই বাছাই করাদের নিয়ে হবে রাজ্যভিত্তিক আসর। বৃহস্পতিবার এনএসআরসি সিতে শুরু হয়েছে পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার ও ওয়েট লিফটিং প্রতিযোগিতা। এদিন ওয়েট ও পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান রবি রায় রিয়ান জানান প্রতিবছরই জেলা ভিত্তিক আসর হয় ।সেখান থেকে হয় রাজ্যভিত্তিক আশুরার জন্য প্রতিযোগী বাছাই পর্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য