Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যসরকারের লক্ষ্য হচ্ছে সবার কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া- সুশান্ত চৌধুরী

সরকারের লক্ষ্য হচ্ছে সবার কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া- সুশান্ত চৌধুরী

মঙ্গলবার ফটিকরায়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে প্রতিদিন ১.২০ লক্ষ গ্যালন জল পরিশোধন ক্ষমতাসম্পন্ন নবনির্মিত অত্যাধুনিক ভূউপরিস্থ জল পরিশোধন প্লান্টের উদ্বোধন হয়। এদিন প্ল্যান্টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে সবার কাছে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভূগর্ভস্থ জলের ওপর নির্ভরতা না কমালে নিকট ভবিষ্যতে আমাদের গুরুতর পরিণতির মোকাবিলা করতে হবে। এই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখন থেকে স্থানীয় জনগণ সহ এই এলাকায় বিভিন্ন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ/ব্যবসায়ী ও পথচারীদের অনেকাংশে বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলী জাতি কল্যাণ/প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস, ফটিকরায় কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য