স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল রাজ্যে সুপ্রতিষ্ঠিত বহু ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছেন সেদিকে লক্ষ্য রেখে স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবা মিশন কলেজ পথ চলা শুরু করছে এ বছর। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ কথা তুলে ধরলেন কাঠিয়া বাবা মিশন কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর অপরাজিতা মোদক তাছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ও। এদের কলেজের ভাইস প্রিন্সিপাল সংবাদমাধ্যমকে জানান ডিগ্রী কলেজ হওয়ার দরুন সবকটি স্ট্রিম যেমন আর্টস, কমার্স, সাইন্স সবগুলো থাকবে যেটা আগামী বছর থেকে শুরু করা হবে। এবছর শুধু আর্টস স্ট্রীম নিয়ে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।



