Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরক্ত দোকানে পাওয়া যায় না- মানিক সরকার

রক্ত দোকানে পাওয়া যায় না- মানিক সরকার

মঙ্গলবার রাজধানীর ছাত্র যুব ভবনে উপজাতি ছাত্র ফেডারেশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। এদিনের অনুষ্ঠানে বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রক্তদানে যেসব যুবক-যুবতীরা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা রক্তদানের অপেক্ষা করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করেন তাছাড়া এদিন তিনি আরো বলেন যে রক্তর দানের কোন বিকল্প নেই মানুষের বিপদে সেটা মানুষকেই দিতে হয়, কোন দোকানে পাওয়া যায় না। তাছাড়া এদিন রক্তদান শিবির নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা উপজাতি যুব ফেডারেশনের নেতৃত্বে কাছে আহ্বান রাখেন এই ধারা যেন তারা বজায় রাখেন, তিনি বলেন রক্তদানের পাশাপাশি মরণোত্তর দেহ ও চক্ষুদান করার জন্য, তিনি বলেন টি ওয়াই এফ একটা মতাদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের জাতি উপজাতি মানুষের একতাকে সুদৃঢ় করার মধ্য দিয়ে সমস্যা মুক্ত সুন্দর সুস্থ সমাজ গড়ার জন্য তারা কাজ করে চলেছেন। তিনি বলেন এটা নিছক রাজনৈতিক স্লোগান যে নয় রক্তদানের মত কর্মসূচিতে তারা যে আয়োজন করেছেন তার মধ্য দিয়ে প্রমাণিত হয়।এদিনের রক্তদান কর্মসূচিকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য