যথাযথ মর্যাদায় সারা দেশের সাথে দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় আগরতলা মহাকরণ প্রাঙ্গণে । সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের আইন তথা উচ্চ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ । এদিন নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী আরক্ষা প্রশাসনের কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন । এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এবছর দেশের প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তেরঙ্গা কর্মসূচির আহ্বান করেন । প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে প্রতিটি বাড়িঘরেই সব অংশের মানুষ এদিন উত্তোলন করলেন জাতীয় পতাকা । প্রতি বাড়ি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের চিন্তা চেতনা অতীতে কোনদিন হয়নি । আর তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে । এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল প্রতিটি নাগরিকের মনে জাতীয় পতাকাকে জাগ্রত করে তোলা ।



