Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলার স্বাধীনতার অমৃত মহোৎসবের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল খোয়াই বিমানবন্দর মাঠে

খোয়াই জেলার স্বাধীনতার অমৃত মহোৎসবের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল খোয়াই বিমানবন্দর মাঠে

সারাদেশের সঙ্গে সোমবার সকালে খোয়াই জেলার স্বাধীনতার অমৃত মহোৎসবের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খোয়াই বিমানবন্দর মাঠে। দেশের 76তম স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় পতাকা সকাল ৯.১০ মিনিটে খোয়াই বিমানবন্দর মাঠে উত্তোলন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। স্বাধীনতা দিবসে খোয়াই জেলার মূল অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক এল টি ডারলং, জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী, জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা সহ খোয়াই জেলার সবকটি সরকারি দপ্তরের আধিকারিকরা। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মহকুমা আরক্ষা দপ্তর, স্থানীয় নিরাপত্তারক্ষী , এন সি সি , এন এস এস প্লাটুনের সদস্যরা। ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত ভাষণ রাখেন পূর্ব এিপুরার সংসদ রেবতী ত্রিপুরা। পরে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সংসদ সহ অন্যান্যরা খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শন করে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য