রবিবার সন্ধ্যায় খোয়াই থানা দিন উতলা বাড়ি এলাকাতে অষ্টম শ্রেণীতে পাঠরত14 বছরের এক কিশোর নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। ঘটনার বিবরণ দিয়ে মৃত ছাত্রটির পিতা সুজিত দেববর্মা জানান উনি এবং উনার স্ত্রী কাজের জন্য বাইরে ছিলেন উনাদের একমাত্র 14 বছরের ছেলে আকাশ দেববর্মা অষ্টম শ্রেণীতে পাঠরত সে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে সন্ধ্যায় প্রায় সাতটা নাগাদ। তবে মৃত আকাশ দেববর্মার পিতা সুজিত দেববর্মা বলেন উনার ছেলে এই ধরনের কাজ করার মানসিকতা নিয়ে চলে না। এরপরও কাজ থেকে ফিরে এসে প্রথমে দেখতে পান তাদের ঘরের দরজা বাইরে থেকে কে বা কারা তালা দিয়ে রেখেছে। তখন সুজিত দেববর্মা ছেলেকে অনেক ডাকাডাকি করেও যখন কোনো উত্তর পাননি তখন জানালা দিয়ে তাকিয়ে দেখেন উনার ছেলে আকাশ দেববর্মা নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন সাথে সাথে দরজা ভেঙ্গে ছেলেকে ফাঁসির দড়ি থেকে নামিয়ে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আকাশ দেববর্মা কে মৃত বলে ঘোষণা করেন। মৃত আকাশ দেববর্মার পিতা সুজিত দেববর্মার প্রশ্ন তাদের ঘরের দরজাতে বাইরে দিয়ে কে তালা মেরে রেখে দিয়েছিল সে নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি আকাশ দেববর্মা কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে ঘরের দরজায় তালা দিয়ে চলে যায় হত্যাকারীরা এই প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে ওদলাবাড়ি এলাকাতে। আগামীকাল ময়নাতদন্তের পর আকাশ দেববর্মার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।



