স্বাধীনতার ৭৬তম দিবস উপলক্ষে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেদের আত্ম বলিদান দেওয়া এবং যাদের রক্তক্ষরণে দেশের স্বাধীনতা লাভ তাদের প্রতি সম্মান জানিয়ে দেশের প্রতিটি বাড়িতে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তাছাড়া সোমবার রাজধানীর গান্ধীঘাটস্থিত স্বাধীনতা সংগ্রামীদের শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী রতন লাল নাথ, সদর জেলাশাসক সহ অন্যান্যরা। এদের রাজ্যপাল সত্য দেওনারায়ণ আর্য, দেশের জন্য আত্ম বলিদান দেওয়া বীর সেনা জওয়ানদের যে গৌরব কথা তা প্রত্যেক ভারতবাসী স্মরণ করে ৭৫ তম স্বাধীনতা দিবসকে অন্য রূপে পালন করছে এবং এর মধ্য দিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের জন্য বলিদান দেওয়া দেশের বীর সন্তানদের ইতিহাস সম্বন্ধে অবগত করা হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন।



