রোববার ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফায়ার সার্ভিসের কর্মীরা মেগা রক্তদানশিবির করেন। দমকলমন্ত্রী রাম প্রসাদ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং 75 তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দমকলকর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন। রক্তদানের চেয়ে বড় দান আর কিছু নেই। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্বাধীনতা দিবসে জাতির সম্মান জানাতে এই রক্তদান কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ফায়ার আর্মিদের ধন্যবাদ জানান, তিনি।



