তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো শনিবার। তারই অঙ্গ হিসাবে পশ্চিম জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে জাতীয় লোক আদালত।তৃতীয় জাতীয় লোক আদালতে মোট ১১ টা বেঞ্চ তার মধ্যে ২৯৩১ টা মামলা রয়েছে তার মধ্যে হলো ব্যাংক রিকোভারি মামলা রয়েছে৪৪১,এম এ সি টি মামালা রয়েছে ৯৪, ক্রিমিনাল মামলা রয়েছে ৫০,নিয়োসিয়েবেল মামালা রয়েছে ৩, সহ আরো নানাবিধ বলে জানালেন পশ্চিম জেলা লিগেল সার্ভিস অথরিটি অপরাজিতা দেববর্মা।



