৭৫ তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পা মেলালো ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ। শনিবার রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘের পক্ষ থেকে এক সুবিশাল তিরঙ্গা রেলীর আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান ৭৫ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত হওয়া হার ঘর তিরঙ্গা প্রসঙ্গে মানুষের মনে সচেতনতা তৈরি করা এবং দেশভক্তি ও দেশপ্রেম যেন মনুষের মনে সর্বদা বজায় থাকে, তারই উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে পাম্প অপারেটর সংঘের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



