৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের বনদপ্তরের উদ্যোগে রাজ্য মহাকরণে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বনদপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এবং রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস প্রমূখ। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী কেননা এই বৃক্ষ না থাকলে পৃথিবীর প্রাণীকুলের অস্তিত্ব থাকবে না সুতরাং পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি সেদিকে লক্ষ্য রেখে বনদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচির ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।



