শনিবার সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক সুবিশাল বাইক রেলীর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দেবপ্রিয় বর্ধন, জেলা শাসক ও সমাহর্তা পশ্চিম ত্রিপুরা জেলা। এদের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র মার্ক দর্শনে হরভর তিরঙ্গা কর্মসূচি পালিত হচ্ছে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে যেসব বীর জওয়ানরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাইক মিছিলের মধ্য দিয়ে শহীদদের বলিদান ও দেশপ্রেম যেন সকল ভারতবাসীর মধ্যে জাগ্রত হয় সে বিষয়ে প্রচারের উদ্দেশ্যে আজকের এই মিছিল বলে জানিয়েছেন তিনি। এদিনের বাইক মিছিলে দেশপ্রিয় ভায়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



