Thursday, December 4, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে তিরাঙ্গা রেলি সংঘটিত করা হলো

খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে তিরাঙ্গা রেলি সংঘটিত করা হলো

দেশের স্বাধীনতার 75 তম আজাদীকা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে হার ঘর তিরঙ্গা এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এক তিরঙ্গা রেলি বের করা হয়। উক্ত রিলিটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে অফিস টিলা, মাস্টারপাড়া হয়ে খোয়াই সুভাষ পার্ক স্তিত বিবেকানন্দ মূর্তিকে প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় এসে মিছিলটি শেষ হয়। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন জেলাশাসক এল টি ডারলং, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা. মহকুমা শাসক বিজয় সিনহা. পুলিশের বিভিন্ন আধিকারিক রা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই রেলিতে অংশগ্রহণ করেন। তেরঙ্গা রেলির কি মাহিত্ত সেই বিষয়ে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন স্বাধীনতার 75 তম আজাদি কা মহোৎসব পালন করা হচ্ছে সারা দেশ জুড়ে পাশাপাশি সবার ঘরে তিরঙ্গা লাগানোর এই কর্মসূচিও পালন করা হচ্ছে। এছাড়া এই দিনের রিলিটি করার মূল উদ্দেশ্য হলো দেশবাসীকে এবং বিভিন্ন ছাত্র-ছাত্রীদেরকে তেরঙ্গাকে সালমানের পাশাপাশি দেশমাতৃকার বন্দনায় যাতে সমস্ত অংশের মানুষ ব্রতী হয় সেদিকে লক্ষ্য রেখে তিরঙ্গা রেলি করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য