তিনদিনের রাজ্য সফরে রয়েছেন ভারত সরকারের দক্ষতা বিষয়ক সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। এই সফরের অঙ্গ হিসেবে আজ খোয়াই জেলার কল্যাণপুরে একগুচ্ছ কর্মসূচি সম্পাদন করেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাজিব চন্দ্রশেখর প্রথমে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে নানান প্রকারের কেন্দ্রীয় পরিকল্পনা নিয়ে যেরকম বিস্তারিত আকারে ব্যাখ্যা করেন, ঠিক তেমনি আগামী দিনে প্রকৃত অর্থে সমাজের উন্নয়নের জন্য যাতে জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাজের সমস্ত স্তরের পরিকল্পনা গুলো বাস্তবায়িত হয় সে বিষয়ে আলোকপাত করেন। লোটাস কমিউনিটি হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, ত্রিপুরা ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত সহ অন্যান্যরা।
এরপর স্থানীয় বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সহ বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সবশেষে স্থানীয় বিজেপি মন্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয়গুলা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। স্থানীয় বিধায়ক ও অন্যান্যদের পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে রাজীব চন্দ্রশেখর বিগত দিনের সাথে বর্তমান সময়ের নরেন্দ্র মোদী পরিচালিত সরকারের তুলনামূলক আলোচনা তুলে আনেন। তিনি বলেন একটা সময় ভারতবর্ষের মধ্যে যে সরকার পরিচালিত হতো সেই সরকারের আমলে বিভিন্ন সুবিধা ভোগীদের জন্য বরাদ্ধাবৃত টাকা মাঝপথে হাওয়া হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে সেই অবস্থার পরিবর্তন হওয়ায় মানুষ বিভিন্নভাবে লাভবান হচ্ছে বলে কল্যাণপুরের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এছাড়াও নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে ভারত সবকা সাথ সবকা বিকাশের আদর্শে এগিয়ে চলেছে সে বিষয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন দক্ষতা বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। করুণা মহামারী প্রসঙ্গে বলতে গিয়ে এই সাংবাদিক সম্মেলনে মাননীয় প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে বিষয়ে কাজ করে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত করুণাম মোকাবেলায় প্রশংসনীয় কাজ করেছে তার দৃষ্টান্ত হয়ে রয়েছে গোটা পৃথিবীর সামনে। এর সাথে সাথে সফল টিকা করণের বিষয়ও মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন।
পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যেভাবে ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নে বিগত সাড়ে চার বছর ধরে কাজ করে চলেছে সেই কাজের দিশা অব্যাহত থাকবে।



