শুক্রবার রাজধানীর অন্যতম বনেদি ক্লাব সংহতি তাদের পক্ষ থেকে আয়োজন করা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সংহতি ক্লাবের সম্পাদক দীপক মজুমদার। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস এবং সংহতি ক্লাবের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে সংহতি ক্লাবের উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সকাল ১১.৪৫ মিঃ সংহতি ক্লাব গৃহে স্বেচ্ছায় রক্তদান উৎসব , মরণোত্তর দেহদান , মরণোত্তর চক্ষুদান , বিবাহ নিবন্ধীকরন , এবং আঁধার নিবন্ধীকরন ( Aadhar Registration ) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে। তাছাড়া উক্ত মহতী অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করা হয়েছে বলে জানানোর পাশাপাশি সন্মানীয় অতিথি হিসাবে রাজ্যের বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুরজিত দত্ত মহোদয় আগরতলা নাগিছড়া স্থিত কাঠিয়া বাবা আশ্রমের মহারাজ শ্রী সদানন্দ দাস কাঠিয়া বাবাজী উপস্থিত থাকবেন বলে জানান। তাছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মাননীয় পরিষদ শ্রী অভিষেক দত্ত মহোদয় । তাছাড়া দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গত ৭ ই আগস্ট সংহতি ক্লাব গৃহে বিভিন্ন বয়সের শিশুদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আগামী ১৫ ই আগস্ট ক ও খ বিভাগে প্রথম ১০ জন বসে আঁকো প্রতিযোগীতার অংশগ্রহণকারী বিজয়ীদের আকর্ষর্ণীয় পুরস্কার প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।



