রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ তেলিয়ামুড়া প্রখন্ড এর উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় রেল যাত্রীদের হাতে রাখি পরিয়ে। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ তেলিয়ামুড়া প্রখন্ড এর উদ্যোগে তেলিয়ামুড়া ত্রিষাবাড়ি স্থিত রেল স্টেশনে রাখি বন্ধন উৎসব। এই দিনের এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের তেলিয়ামুড়া প্রখন্ড এর সভাপতি দিলীপ বর্মন, সম্পাদক বিকাশ রায় সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের সদস্য বিমল রক্ষিত সহ অন্যান্য সদস্যরা। এদিন তেলিয়ামুড়া রেল স্টেশনে দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের মধ্যে ৫০০ জনকে রাখি পড়ানো হয়। আগামী দিনও এই ধরনের সামাজিক মূলক কাজকর্ম চালিয়ে থাকবেন বলে বিশ্ব হিন্দু পরিষদ তেলিয়ামোড়া প্রখন্ডের সদস্যরা জানিয়েছেন।



