বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়া এলাকায় একটি বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত দুই।
খবরে জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার মোহর ছড়া এলাকার বাসিন্দা তথা পেশায় শিক্ষক সূধন সরকার নিজের স্কুটি চালিয়ে ঘিলাতলী স্কুলে যাওয়ার পথে এবং মুন্না মোদক নামের এক যুবক নিজের বাইক চালিয়ে ত্রিশাবাড়ি রেলস্টেশনের দিকে আসার পথে বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় মোহরছড়া গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়। ঘটনা প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা অগ্নিনির্বাপক দপ্তরে খবর পাঠালে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে।
বর্তমানে উভয়ের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে।



