বৃহস্পতিবার ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর শহীদান দিবস পালন করা হয় রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর শহিদান দিবস উপলক্ষে ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজধানীর রাজপথে এক মিছিল বের করা হয়, মিছিলটি রাজধানীর বিভিন্ন পদ পরিক্রমা করে ক্ষুদিরাম বসু স্বাধীনতা আন্দোলনে যে আত্মত্যাগের ইতিহাস সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির এক কর্মকর্তা বলেন দেশের স্বাধীনতা আন্দোলনে অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, বিনয়, বাদল, দিনেশ, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের জীবনী এবং তাদের সংগ্রামের ইতিহাস ঘরে ঘরে চর্চা হওয়া দরকার এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের যে আত্ম বলিদানের ইতিহাস সে সম্পর্কে অবগত করা উচিত। এদিনের কর্মসূচিতে সংগঠনের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



