স্বাধীনতার ৭৫ বছর পুত্তি উপলক্ষে হার ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে, এক প্রভাত ফেরি করল নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে, এদিনের প্রভাত ফেরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নয় বনমালীপুর কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার দেব। এদিন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংবাদমাধ্যমকে জানান ঐক্য ও সৌভাতৃত্বের বন্ধনে, সবাইকে একই সূত্রে গ্রথিত করে আমাদের গর্বের তিরঙ্গা জাতীয় পতাকা। ভারতের গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বলতম স্মারক। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরনায় আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে, বনমালীপুরে তিরঙ্গা পদযাত্রায় অংশগ্রহণ বলে। তাছাড়া এদিন ১৩-১৫ আগস্ট নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গরিমাময় মুহূর্তের অংশীদার হবার আহবান জানান তিনি। এদিনের প্রভাত ফেরি কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



