Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাখি বন্ধনে মা বোনদের সুরক্ষার্থে চালু করা তিনটি প্রকল্পের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

রাখি বন্ধনে মা বোনদের সুরক্ষার্থে চালু করা তিনটি প্রকল্পের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

রাখীপূর্ণিমা ভারতের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব।হিন্দু ,মুসলিম , জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে রাখি পরালো বোনেরা আগরতলা মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে। পৌরাণিক কথা অনুযায়ী রাখি বন্ধনে বোনকে আজীবন রক্ষা করার ভাইয়ের যে শপথ সেই শপথ কে বাস্তবে রূপ দিয়ে রাজ্যের মা ও বোনেদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রথমত সরকারি জেনারেল ডিগ্রী কলেজে সমস্ত ছাত্রীদের বিনামূল্যে পড়াশোনা করানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান, দ্বিতীয়ত নারীদের সামাজিক সুরক্ষার্থে একটি সহায়তামূলক পরিষেবা চালু করা হয়েছে যার নম্বর ১০৯১ যার মধ্য দিয়ে নারীরা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং তার সমাধানও সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন, তৃতীয়তঃ রাজ্যের সমস্ত বিধায়কদের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা রাজ্যে আরও বিভিন্ন জায়গায় ৪০টি সিসিটিভি ক্যামেরা এবং ১২টি নম্বর প্লেট রিকগনাইজেশন ক্যামেরা বসানো হবে বলে যার মাধ্যমে আইনি পরিষেবা দুর্বল এলাকাগুলোতে নজরদারি রাখা যেতে পারে, তার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য