রাজ্যের ঐতিহাসিক , আধ্যাত্মিক ও প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলির আকর্ষণ বিশ্বের দরবারে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আধুনিক ব্যবস্থারও সহায়তা নেওয়া হচ্ছে । কেন্দ্রীয় সরকারের কাছে পর্যটন দপ্তরের তথ্য ও প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকার একটি পরিকল্পনা পাঠানো হয়েছে । আজ গীতাঞ্জলি পর্যটন আবাসে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন দপ্তরে নবরূপে উন্নীত অনলাইন বুকিং পোর্টালের উদ্বোধন করে একথা বলেন । উল্লেখ্য , তথ্য ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আই – লগিট্রন টেকনোলজি প্রাইভেট লিমিটেড এই পোর্টাল উন্নীতকরণে কাজ করেছে । নব উন্নীত এই পোর্টালে দপ্তরের বিভিন্ন লজ , যাত্রীনিবাস , পান্থনিবাসগুলি সহজেই পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই বুক করা যাবে । পোর্টালে পর্যটন আবাসের রুমগুলির অবস্থা , পরিষেবা , রুমের উপলব্ধতা সহ আরও অনেক বিষয় পর্যটকরা ঘরে বসেই জানতে পারবেন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , বিগত সরকারের আমলেও অনলাইন বুকিং ব্যবস্থা চালু ছিল । কিন্তু সময়ের পরিবর্তনে এ ব্যবস্থারও আধুনিকরণের প্রয়োজনীয়তা বোধ করেই নতুন বৈশিষ্টপূর্ণ এই পোর্টালের উদ্বোধন করা হয় । তিনি আরও বলেন , ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । আর্কেওলোজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তর – পূর্বাঞ্চলের ১০ টি ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে ত্রিপুরায় ৮ টি রয়েছে । এদিক দিয়ে বিবেচনা করলে রাজ্যে পর্যটন শিল্পের এখনো প্রভূত বিকাশের সম্ভাবনা রয়েছে । গত ২ বছর করোনা অতিমারির জন্য পর্যটন সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে । সরকার এই অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে রাজ্যকে উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে চলছে । তিনি বলেন , প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের বিভিন্ন পর্যটনস্থল , ইকোপার্কগুলিতে লগ হাট নির্মাণ করা হয়েছে । ডম্বুরের নারকেলকুঞ্জে এমনই ২৩ টি লগ হাট নির্মাণ করা হচ্ছে । নারকেলকুঞ্জে পর্যটকদের আশা যাওয়ার সুবিধার্থে ইতিমধ্যে হেলিকপ্টার সার্ভিস চালু করা হয়েছে । এছাড়াও মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়নের কাজ আগামী ১ বছরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে । পুষ্পবন্ত প্রাসাদকে দেশের অন্যতম মিউজিয়ামে পরিণত করা হবে । এরজন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । তিনি আশা প্রকাশ করেন ত্রিপুরা রাজ্য অচিরেই সারা দেশের মধ্যে পর্যটনবান্ধব রাজ্য হিসেবে পরিচিতি লাভ করবে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তড়িৎ কান্তি চাকমা , তথ্য ও প্রযুক্তি দপ্তরের যুগ্ম অধিকর্তা সুপ্রকাশ জমাতিয়া , পর্যটন দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ দেববর্মা ও সহ অধিকর্তা মৃণাল কান্তি দাস প্রমুখ ৷



