Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যজাতীয় শিক্ষা নীতি প্রত্যাহারের দাবিতে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন মিলিত...

জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহারের দাবিতে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন মিলিত হল সাংবাদিক বৈঠকে

বুধবার জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন এর পক্ষ থেকে রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনার ডঃ মিহিরলাল রায়। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক কর্মকর্তা জানান রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে । সারা রাজ্য জুড়ে স্কুলে স্কুলে , স্থানে স্থানে স্বতঃস্ফূর্ত ছাত্র বিক্ষোভ । বিভিন্ন ছাত্র সংগঠনও প্রতিবাদে সোচ্চার হয়েছে , পথে নেমেছে । কোথাও কোথাও অভিভাবকেরাও প্রতিবাদে সোচ্চার হচ্ছেন । কেন এই বিক্ষোভ ? কেন এই ছাত্র আন্দোলন ? স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক চাই – এই দাবিতে মুখর তারা । ১০,৩২৩ শিক্ষক – শিক্ষিকার চাকুরিচ্যুতি , সমস্যা সমাধানে রাজ্য সরকারের প্রতিশ্রুতি খেলাপ , বি এড / ডি এল এড / টেট উত্তীর্ণ যোগ্যতা সম্পন্ন যথেষ্ট শিক্ষক কর্মপ্রার্থী থাকলেও তাদের নিয়োগে কালহরণ , রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং অবিমৃষ্যকারী ভাবে শিক্ষক শিক্ষিকাদের বদলি রাজ্য জুড়ে এক অভূত পূর্ব শিক্ষক সংকট তৈরি করেছে । সাথে আছে রাজ্য সরকারের বৈষম্যমূলক বিদ্যাজ্যোতি প্রকল্প যা ইতোমধ্যেই খোলস ছেড়ে আসল চেহারা দেখাচ্ছে । আছে শিক্ষাকে মহার্ঘ করা , সকলের অবৈতনিক শিক্ষা পাবার অর্জিত অধিকার হরণের মতো ন্যক্কারজনক কর্মসূচিও । এছাড়া শিক্ষক – শিক্ষিকাদের অর্জিত অধিকার হরণ , বৌদ্ধিক স্বাধিকার হরণ দমবন্ধকর অবস্থা সৃষ্টি করেছে । শুধু কি বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাতেই এমন হালহকিকৎ ? উচ্চ ও কারিগরি শিক্ষা ক্ষেত্রেও তথৈবচ অবস্থা । সম্প্রতি ত্রিপুরা কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয়ের কমন এন্ট্রান্স টেস্ট নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দায়িত্বজ্ঞানহীনতাও আমাদের নজরে এসেছে । সার্বিকভাবে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে যা চলছে তা ছাত্রবিরোধী , জনবিরোধী এবং তা নতুন শিক্ষানীতির পথ ধরেই । অবশ্য কিছুটা আগে থেকেই এবং ঝড়ের গতিতে । সার্বিকভাবেই বলা চলে , ত্রিপুরা সহ গোটা দেশের ছাত্ররা বর্তমানে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন । গোটা শিক্ষা ব্যবস্থাই বেসরকারি বিদ্যা ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে । আর্থিকভাবে পিছিয়ে পড়াদের শিক্ষাঙ্গণ থেকে বিতাড়িত করার কৌশল নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী , কেন্দ্র ও রাজ্য সরকারের চোখ রাঙানো , দমন – পীড়ন মোকাবিলা করেও আমাদের রাজ্যের এবং দেশের ছাত্র সমাজ ছাত্র স্বার্থবিরোধী ও সভ্যতা বিরোধী এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে । বুক চিতিয়ে লড়াই করছে । আমরা তাদের কুর্নিশ জানাই । ইতোমধ্যে ভারতের ছাত্র ফেডারেশন ‘ শিক্ষা বাঁচাও , সংবিধান বাঁচাও , দেশ বাঁচাও ’ – এর আহ্বান নিয়ে সারা দেশব্যাপী ‘ মার্চ ফর এডুকেশন ‘ নামে ছাত্র – জাঠা সংগঠিত করার উদ্যোগ নিয়েছে । আমাদের রাজ্যেও সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে ১২ আগস্ট , ২০২২ ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন আগরতলা শহরে সকাল ১১ টায় প্যারাডাইস চৌমুহনী থেকে জাঠা মিছিল এবং জাঠা মিছিল শেষে সমাবেশের আয়োজন করেছে । অনুরূপভাবে ১৩ আগস্ট কুমারঘাটেও জাঠা মিছিল এবং সমাবেশ আয়োজিত হবে । – দেশের স্বার্থে , সভ্যতার স্বার্থে , নতুন প্রজন্মের স্বার্থে আমরা জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন – ত্রিপুরা চাপ্টারের পক্ষ থেকে এই আন্দোলন ও কর্মসূচিকে সমর্থন জানাই । সে সাথে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চাপ্টার অন্তর্ভুক্ত সকল সদস্য সংগঠনের সদস্য / সদস্যাদের এই কর্মসূচিকে সংহতি জানিয়ে সামিল হতে আহ্বান জানাচ্ছি । আহ্বান জানাচ্ছি রাজ্যের আপামর লেখক – শিল্পী- শিক্ষাব্রতী , কবি , সাহিত্যিক , বিজ্ঞান স্বাস্থ্য – সাংস্কৃতিক আন্দোলনের কর্মী , সামাজিক ও মানবাধিকার আন্দোলনের কর্মী এবং আইনজীবীদেরকেও সংহতিমূলকভাবে এতে অংশ নেবার জন্য ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য