বুধবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উপলক্ষে শহরবাসীর সুবিধার্থে ১হাজার লিটারের ১০টি নতুন পানীয় জলের টেঙ্কার জন সেবায় সংযোজন করা হয়েছে। এদিন সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের হেড অফিস প্রাঙ্গনে নতুন এই পানীয় জলের টেঙ্কারগুলোর শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল কমিশনার শ্রী দেবপ্রিয় বর্ধন,আই.এ.এস মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান বিগত ২৫ বছরে বামফ্রন্ট সরকারের আমলে পুর বাসীদের জন্য শুধুমাত্র পাঁচটি জলের ট্যাংকার রেখেছিল কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার পুর বাসীর নিকট প্রতিশ্রুতিবদ্ধ তাই পুর বাসিদের সুবিধার্থে এক হাজার লিটারে দশটি জলের ট্যাংকার চালু করা হয়েছে বলে, তাছাড়া এই জলের ট্যাংকার বিভিন্ন দিকে ব্যবহারের কথা মাথায় রেখে চালু করা হয়েছে যেমন ধর্মীয় অনুষ্ঠান কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠানে জন্য আমাদের কাছে আবেদন করলে আমরা দিতে পারি না কিন্তু এই দশটি জলের ট্যাঙ্কার চালু হবার পর বাসীদের এই চাহিদা পূরণ করা যাবে এবং পুর বাসীদের সুবিধার্থে আর কি কি করা যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনেও আগরতলা পুর নিগম কাজ করে যাবে বলে অভিমত ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার।



