লাল দুর্গ হিসেবে পরিচিত খোয়াই মহাকুমার চেরমা এলাকাতে সিপিএম দলে আবার ভাঙ্গন শুরু। মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিতের হাত ধরে সিপিআইএম ছেড়ে 30 জন ভোটার বিজেপি পতাকা তলে শামিল। ভারতীয় জনতা পার্টি ২৫ খোয়াই মন্ডল এর অন্তর্গত ১৮ নম্বর বুথ চ্যারমা বাজার এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিত। উনি উনার বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের জনকল্যাণ মুখি কাজ কর্মের খতিয়ান তুলে ধরেন। উনি বলেন রাস্তাঘাট, পানীয় জল, থেকে শুরু করে সব জায়গায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে । এ দিনের এই অনুষ্ঠানে সিপিআইএম ছেড়ে সাত পরিবারের ৩০ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। উনাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিত, এই দিনের যোগদান সভায় অমিত ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন দলত্যাগীরা বলেন রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপি দলে শামিল হয়েছেন। আগামী দিনে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ কে এগিয়ে নিয়ে যাবার জন্য তারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।



