মঙ্গলবার আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলনে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা বলেন এই রাজ্যের বর্তমান সমস্যা সমস্যা কর্মসংস্থান সেই কর্মসংস্থানের দাবি করে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সাড়ে চার বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত এ রাজ্যের যুবকদেরকে কর্মসংস্থান দিতে পারেননি বলে অভিযোগ তোলেন,। পাশাপাশি তিনি আরো বলেন সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্য ত্রিপুরা তো দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়ে চলেছে তার প্রতিবাদে আগামী ২৯ শে আগস্ট ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযান করবেন বলে জানান তিনি এবং রাজভবন অভিযানকে কেন্দ্র করে আগামী ১২ই অগাস্ট থেকে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম সমস্ত জেলাতে কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পথসভা করা হবে এবং এই রাজভবন অভিযানেই তারা ক্ষান্ত থাকবেন না যতদিন পর্যন্ত যুবকদের কর্মসংস্থান ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতি সরকার নজর না দেন ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।



