Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্য৭দফা দাবি আদায়ে আড়ালিয়া পঞ্চবতী বাজার থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করলো DYFI

৭দফা দাবি আদায়ে আড়ালিয়া পঞ্চবতী বাজার থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করলো DYFI

মঙ্গলবার ডুকলী বিভাগ এর অন্তগত আড়ালিয়া লোকাল কমিটির উদ্যোগে ৭দফা দাবি আদায়ের লক্ষে আড়ালিয়া পঞ্চবতী বাজার থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। এদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেন বর্তমান রাজ্য সরকার নিয়োগের দরজা বন্ধ করে রেখেছে, বর্তমানে বহু যুবক-যুবতী নার্সিং পাস করে ডক্টরি পাস করে বসে রয়েছে এবং বহু যুবক যুবতীরা টেট পাস করে বসে রয়েছে দেখা যাচ্ছে বহু হাসপাতালে চিকিৎসকের অভাব যেমন রয়েছে তেমনি বহু বিদ্যালয় শিক্ষকের স্বল্পতা ধরা পড়েছে। একদিকে যেমন রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না ঠিক তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীরা শিক্ষা পরিষেবা পাচ্ছে না। কিন্তু রাজ্যের শিক্ষা মন্ত্রী কোন সময় কি করছে তা কেউ বুঝে উঠতে পারছেন না, এই সরকারটা দুর্নীতি নেশা এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এই সরকারটাকে গদি থেকে উচ্ছেদ করে ছুড়ে ফেলে বেকারদের নিয়োগ-নীতির দরজা খুলে দেওয়ার লক্ষ্যে ডিওয়াইএফআই ময়দানে রয়েছে এবং বেকারদের স্বার্থে লড়াই করার উদ্দেশ্য নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এই বিক্ষোভ মিছিল বলে জানিয়েছেন এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য