স্থানীয় বেশকিছু দাবির ভিত্তিতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে রাজ্যের তিনটি জেলায় বনধের ডাক দেওয়া হয়েছিল। সে মোতাবেক পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভারতের জাতীয় কংগ্রেসের ডাকা ১৬ দফা দাবির ভিত্তিতে উওর,ঊনোকোটি ও ধলাই এই তিনটি জেলায় ২৪ ঘণ্টার বনধের আংশিক প্রভাব পরলো উত্তর জেলাতেও । সকালে থেকেই ধর্মনগরে কংগ্রেস কর্মী সমর্থকরা বনধের সমর্থনে পিকেটিং করতে থাকে ।ধর্মনগরের জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে উওর জেলার জেলা শাসকের অফিসের সম্মুখে এসে মিছিলটি ১৬ দফা দাবির ভিত্তিতে এবং আজকের বনধের সমর্থনে ও কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন ও কালো আইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকলে পরবর্তীতে জেলা আরক্ষা প্রশাসন কংগ্রেসের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে হাফলং স্থিত চিন্তা লোহর সদনের অস্থায়ী কারাগারে নিয়ে যায় । আজকের এই বনধ কর্মসূচির বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের সদস্য কেবল নন্দী সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে জানালেন ।



