১৯শে জুলাই সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে প্রত্যেকটি জেলায় জেলায় সমস্ত মোর্চাকে কার্যকারিণী বৈঠকে মিলিত হবার নির্দেশ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সদর জেলা ভারতীয় জনতার যুব মোর্চার কার্যকারীনি বৈঠক অনুষ্ঠিত হয়, এদিনের বৈঠকের মূল বিষয়বস্তু নিয়ে সংবাদমাধ্যমকে সদর জেলা যুব মোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানান বিগত দিনে দলের স্বার্থে কি কি কাজ করা হয়েছে তা মূল্যায়ন করা হবে এবং আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কি কি কর্মসূচি হাতে নেওয়া হবে সে বিষয়ে আলোকপাত করা হবে। তাছাড়া আগামী ১৩ই আগস্ট থেকে শুরু হতে চলা হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে আগামী ১০ই আগস্ট মন্ডলভিত্তিক বাইক রেলি এবং স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলি প্রদান, তারপর হর ঘর তিরঙ্গা উৎসবকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ও আয়োজন করা হবে বলে জানান। এদিনের কার্যকারিনী বৈঠকে যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



