Saturday, January 24, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদমজদুর সংঘের কার্যকলাপ নিয়ে নিন্দার ঝড় বি.জে.এম.সির রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বদের

মজদুর সংঘের কার্যকলাপ নিয়ে নিন্দার ঝড় বি.জে.এম.সির রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বদের

ভারতীয় মজদুর সংঘের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে সুর চড়ালেন ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। রবিবার তেলিয়ামুড়া অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে খোয়াই জেলা সম্মেলনে উপস্থিত থেকে বি.এম.এস তথা ভারতীয় মজদুর সংঘের কার্যকলাপ নিয়ে নিন্দার ঝড় তোলেন বি.জে.এম.সির রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব’রা। এদিন তেলিয়ামুড়া অশ্বিনীকুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে বি.জে.এম.সি-র রাজ্য কমিটি সভাপতি সুভাষ সরকারের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বি.এম.এস ছেড়ে বি.জে.এম.সি’তে যোগদান করা কর্মী সমর্থকদের নিয়ে শুরু হয় বি.জে.এম.সি খোয়াই জেলা সম্মেলন। এদিনের এই সম্মেলনে সভাপতিত্ব করেন বি.জে.এম.সি জেলা স্তরের নেতৃত্ব নিরঞ্জন দেবনাথ। সম্মেলনের শুরুতেই জেলা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা ভারতীয় মজদুর সংঘ তথা বি.এম.এস’এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে থাকেন। যা এই দিনের কর্মী সম্মেলনে উপস্থিত কর্মীদের মনোবল’কে চাঙ্গা করে তোলে।এদিনের এই সম্মেলনে প্রধান অতিথির ভাষণে সুভাষ সরকার বলেন, বি.এম.এস-এ থেকে সরাসরি ভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা যায় না, কিন্তু বি.জে.এম.সি’তে থেকে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন করা যায়। মূলত ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করার লক্ষ্যে বি.জে.এম.সি তথা ভারতীয় জনতা মজদুর সেল সর্বদা কাজ করে যাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য