আবারও কংগ্রেস দলের নেতা নেত্রীদের নগ্ন রুপ প্রকাশ্যে এলো। ভোটে জেতার পর গ্রামের সাধারণ মানুষদের বঞ্চিত করে নিজের ফায়দা লুটতে ব্যস্ত কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা। পানীয়জলের স্থায়ী সমাধানের জন্য পাম্প হাউস বসানোকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্যার সাথে গ্রামবাসীদের বিরোধ চরম তুংগে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের খাওরাবিল গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেস পরিচালিত কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত খাওরাবিল গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের নমঃ পাড়ায় দীর্ঘদিন ধরে পানীয়জলের সমস্যা ছিলো। নমঃ পাড়ায় এই পানীয়জলের সমাধানের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে গত চার পাঁচ মাস পূর্বে চার নং ওয়ার্ডের নির্বাচিত কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্যা মিতালী নমের বাড়িতে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিলো। কিন্তু গ্রামের মানুষের অভিযোগ, মিতালি নমের বাড়িতে ডিপ টিউবওয়েল বসানোয় সেই ডিপ টিউবওয়েলের জল কেউ ব্যবহার করতে পারছে না। কারণ, মিতালি নম সেই ডিপ টিউবওয়েলটিকে বাঁশের বেড়া দিয়ে আগলে রেখে দিয়েছেন। এলাকায় পানীয়জলের স্থায়ী সমাধানের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে চার নং ওয়ার্ডের বাসন্তী নমের জায়গায় পাম্প হাউজ বসানো হবে। বাসন্তী নমের জায়গায় প্রচুর সুপাড়ি গাছ এবং আগর গাছ ছিলো। পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী বাসন্তী নমের জায়গায় সমস্ত সুপাড়ি গাছ এবং আগর গাছ কেটে পাম্প হাউজ নির্মানের কাজ শুরু হয়েছে বিগত এক সপ্তাহ পূর্বে। বাসন্তী নমের প্রায় দশ লক্ষ টাকার গাছ কাটা হয়েছে বলে গ্রামবাসীরা জানান। কিন্তু পাম্প হাউজ নির্মানের কাজ শুরু পর ইঞ্জিনিয়ার জানিয়ে দেয় যে, বাসন্তী নমের জায়গায় পাম্প হাউজ নির্মান করা যাবে না কারণ, মাটি খুড়ে জল পাওয়া যাচ্ছে না। তাই বাসন্তী নমের জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাম্প হাউজ নির্মানের কাজ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধান ছমদ আলী অসুস্থ থাকায় উপ প্রধান মানিক চৌধুরী পঞ্চায়েত পরিচালনা করছেন এবং প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে পঞ্চায়েত সদস্যা মিতালী নম উপপ্রধানের সাথে টাকার বিনিময়ে গোপন বোঝা পড়ার মাধ্যমে পাম্প হাউজ পঞ্চায়েত সদস্যা মিতালী নমের বাড়িতে নির্মান করার জন্য পরিকল্পনা নেন বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই জানান এব্যাপারে পঞ্চায়েত সদস্যা মিতালী নমকে জিজ্ঞেস করলে উনি বলেন পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে উনার বাড়িতে বসানোর জন্য। টাকা দেওয়ার বিষয়টাকে অস্বীকার করেন মিতালি নম। তবে, চার পাঁচ মাস পূর্বে উনার বাড়িতে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে এটা উনি স্বীকার করলেও উনি বলেন যে, এই ডিপ টিউবওয়েলটি বর্তমানে নষ্ট রয়েছে
Byte- মিতালি নমঃ।
অপরদিকে, খাওরাবিল গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেস দলের নির্বাচিত সদস্য দুর্লভ নম জানান যে, মিতালি নম একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যার পাশাপাশি উনি একজন আশাকর্মীও বটে। নিজে পঞ্চায়েত সদস্যা হয়ে বেআইনি ভাবে নিজের প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুইটি ঘর নিয়েছেন। শুধু তাই নয়, আইন বহির্ভূত ভাবে রেগার শ্রমিক দিয়ে নিজের বাড়িতে মাটি ভরাট করিয়েছেন। আর এবার, নিজের বাড়িতে সরকারি টাকায় ডিপ টিউবওয়েল থাকার পরও নতুন করে আবার পাম্প হাউজ নির্মান করতে চাইছেন।



