শনিবার রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা বাস্কেটবল প্লেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজু সাহা জানান আগামী ১২ থেকে ১৪ আগস্ট রাজধানীর অভয়নগরস্থিত নজরুল স্মৃতি স্কুল প্রাঙ্গনে ত্রিপুরা বাস্কেটবল প্লেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ অনুষ্ঠিত হতে চলছে বাস্কেটবল নক আউট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের ৫০০ টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে ও প্রতিযোগিতায় দশটি দল অংশগ্রহণ করতে চলেছে,তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার,মেয়র ইন কাউন্সিলর হীরালাল দেবনাথ ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং অলোক ঘোষ সহ অন্যান্যরা।



