শনিবার আগরতলা ওরিয়েন্টে চৌমুহনী প্রাঙ্গন থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শ্রম-কমিশনার অফিসের সামনে গিয়ে ১৩ দফা দাবিতে ডেপুটেশনে মিলিত হয়। এই দিন ডেপুটেশন এ উপস্তিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সম্পাদক, নারী নেএি পাঁচালী ভট্টাচার্জী,সি আই টি ইউ নেতা তপন দাস সহ অন্যান নেতৃত্ব রা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সি আই টি ইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন নির্মাণ শ্রমিকদের ১৩ দফা দাবি নিয়ে শ্রম কমিশনের নিকট ডেপুটেশন। রাজ্যের সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করছেন না,বিগত বাম ফ্রন্ট সরকারের আমলে ছয় মাস অন্তর অন্তর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতেন কিন্তু বর্তমান সরকার শ্রমিকদের দিকে নজর দিচ্ছেন না,দেশের সরকার ও রাজ্যের ৫৩ মাসের বিজেপি আই পি এফ টি জেট সরকার প্রতিশ্রুতি দিলেও আদতে তা পূরণ করছেন না।



