সাত সকালে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত অবস্থায় থাকা পচা গলা মৃতদেহ। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় শুক্রবার। আচমকা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা জানায়, বিগত কয়েক দিন ধরে পচা গন্ধ ছড়াচ্ছিল গোটা এলাকায়। শুক্রবার সকাল নাগাদ এলাকার জনৈক ব্যক্তি কোথায় থেকে এই পচা গন্ধ ছড়াচ্ছে তার সন্ধানে বেরিয়ে দেখতে পায় মহারানীপুর এলাকার একটি বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি মৃতদেহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চিৎকার চেঁচামিতে ছুটে আসে এলাকার লোকজন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্য। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারে মৃতদেহটি ওই এলাকারই মন্টু দাস নামের ৪৬ বছর বয়সি এক ব্যক্তির। পরবর্তীতে খবর দেওয়া হয় ওই ব্যক্তির পরিবারের লোকজনদের। এবং পরিবারের লোকজনেরা মৃত দেহটি সনাক্ত করে। পরিবার সূত্রে জানা যায়, ৭ দিন ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিল মন্টু দাস। কিন্তু আচমকা নিজ বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মন্টু দাসের মৃত। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়ার DCM ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের MOIC। পরবর্তীতে তাদের উপস্থিতিতে মৃতদেহটিকে ঘটনাস্থলেই ময়নাতদন্ত করা হয়।
কিন্তু বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে গাছে ঝুলন্ত অবস্থায় মন্টু দাসের মৃত দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকার এলাকাবাসীদের মধ্যে।।



